Twitter হলো একটি online social media website যার মাধ্যমে আপনারা online messages, short stories বা information লোকেদের সাথে শেয়ার করতে পারবেন। এখানে, post এর মাধ্যমে আপনারা যেটা অন্যদের সাথে শেয়ার করছেন সেটাকে বলা হয় “Tweets“. এবং, একটি tweet কোনো ভাবেই ১৪০ শব্দের বেশি হতে পারবেনা।
বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো টুইটার। ২০০৬ সালে এর যাত্রা শুরু হয়। ২০২০ সালে টুইটারের মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এসে দাড়িয়েছে প্রায় ৩০.৫ বিলিয়নে। ফেসবুকমুখী বাংলাদেশীরা অনেকে জানেই না, টুইটার কি এবং কিভাবে ব্যবহার করে।