রংপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ১৫টি বর্জ্য অপসারণ ভ্যান হস্তান্তর

রংপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ১৫টি বর্জ্য অপসারণ ভ্যান হস্তান্তর

রংপুর মহানগরীর চলমান বর্জ্য অপসারণ কাজে সহায়ক হিসেবে ১৫টি বর্জ্য অপসারণ ভ্যান রংপুর সিটি কর্পোরেশনে হস্তান্তর করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে, স্বাস্থ্য ও পুষ্টি প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নিকট ১৫টি বর্জ্য অপসারণ ভ্যান হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাজাদা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজওয়ান আল মেহেদী,

সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মনোয়ারা সুলতানা মলি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার দানিয়েল সরকার, প্রোগ্রাম অফিসার চিত্রা চিসিম, বারনাড কুজুর, টেকনিক্যাল স্পেশিয়ালিস্ট সুবহা তালফা এবং প্রোগ্রাম কোয়ালিটি স্পেশিয়ালিস্ট মোঃ কামরুল হাসান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *