কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আপন দুই ভাইবোনের মৃত্যু।
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,শীর্ষ নিউজ২৪.কম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ বাড়ীতে চার্জিং অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
নিহত দুই ভাই বোন হলো,উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ের সোনাইগাছী গ্রামের মোঃ ছকিম উদ্দিনের দুই সন্তান তোফায়েল হোসেন (১১) ও সেবা খাতুন (৪)।
পুলিশ ও স্হানীয়সূএে জানাযায়, নিজ বাড়ীতে মা- বাবার অনুপস্থিতে চার্জে থাকা অটোরিকশা খুলে চালাতে গিয়ে বৈদ্যতিক তারে লেগে থাকা রিকশাটি বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় রিকশায় থাকা দুই ভাইবোন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্হানীয়রা তোফায়েল ও সেবার মরদেহ ঘটনাস্হল থেকে উদ্ধার করে।শিমুলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনা স্হলে রয়েছি।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাইবোনের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্হলে পুলিশ রয়েছে।