চুয়াডাঙা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগরের মায়ের ইন্তকাল স্পিকারের শোক।
চুয়াডাঙা প্রতিনিধি মনিরুজ্জামান: শীর্ষনিউজ ২৪ ডটকম
চুযাডাঙা -২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবুর মা সখিরন নেছা(৯০) মঙলবার রাত সাড়ে দশটার দিকে নিজবাড়ি চুয়াডাঙার রঘুনাথপুর ইন্তেকাল করেন।(ইন্না—–রাজেউন)
এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ড, শিরিন শারমিন চৌধুরি শোক প্রকাশ করেছেন।বুধবার গ্রামের মাদ্রাসা মাঠে জানাজায় অংশ নেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য সফিকুল ইসলাম চন্চল, চুয়াডাঙা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান,জেলা আওয়ামীলীগ সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম,
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মন্জু,সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন,সেচ্ছাসেবকলীগের আহবায়ক ওবাইদুর রহমান চৌধুরি জিপু,সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল বিশ্বাস,জেলা যুবলীগ আহবায়ক নইম জোয়ার্দার, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান সহ সর্বদলীয় লোকজন।পরে রঘুনাথপুর কবরস্হানে মরহুমাকে দাফন করা হয়।