দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইট ভাটায় এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণ।

রংপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোগীবাহি হেলিকপ্টার (এয়ার অ্যাম্বুলেন্স) ইট ভাটায় জরুরি অবতরণ করেন। উক্ত দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে এয়ার অ্যাম্বুলেন্সটি এক নজর দেখার জন্য উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমান।

জানাগেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা নামকস্থানে ইট ভাটার মাঠে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোগীবাহি এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণ করেন।

স্থানীয় একটি সূত্রে জানাগেছে, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার অভিভাবকরা নিরাপদে ছিলেন। কিছু সময় অতিবাহিত করে আবহাওয়া একটু অনুকুলে আসায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে যাত্রা করনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *