অনলাইন পত্রিকায় সারাদেশে নিয়োগ চলছে 

sirsonews24.com (শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডটকম) অনলাইন পত্রিকায় সারাদেশে নিয়োগ চলছে।

পদবীঃ

  • জেলা প্রতিনিধি
  • উপজেলা প্রতিনিধি
  • থানা প্রতিনিধি

“একনিষ্ঠতা আমাদের পথচলা” বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য। এই স্লোগানকে বুকে ধারণ করে sirsonews24. com  অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগের আবেদন করার আহবান করা হচ্ছে।

এক্ষেত্রে যারা উদ্যমী, সব সময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, জনদুর্ভোগ নিয়ে কথা বলতে চান, অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং অবশ্যই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী। মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন করার আহবান করছি।

Doinek Sirsonews24.com পত্রিকায় সংবাদ সংগ্রহ করার জন্য দেশের সকল জেলা / উপজেলা, থানা ও ক্যাম্পাস পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। sirsonews24.com পত্রিকায় নিয়োগ যাচাই/বাছাই ও সিভি পর্যালোচনা করে আপনার মোবাইল বা ই-মেইলের মাধ্যমে sirsonews@gmail.com এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করা হবে।

যোগ্যতাসমূহ :

  • সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
  • উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে
  • সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে
  • মিশুক মনের অধিকারী হতে হবে
  • চালাক ও সাহসী হতে হবে
  • নেশা ও মাদক মুক্ত হতে হবে

শর্তসমূহ :

  • কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
  • অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে
  • কপি নিউজ করা যাবে না
  • পুরাতন নিউজ করা যাবে না
  • ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে
  • মাসে অন্তত তিনটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে
  • সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে
  • স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে
  • রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
  • প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নাম্বার তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
  • প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে sirsonews24.com তাদের পত্রিকার ওয়েব সাইটের মাধ্যমে বাছাইকৃত প্রার্থীদের ঘোষনার মাধ্যমে অনলাইন তালিকা প্রকাশ করে থাকে।
  • সাংবাদিক পরিচয় পত্র আইডি কার্ড এবং নিয়োগ পত্র সহ কুরিয়ারের বাছাইকৃত প্রার্থীকে অনলাইন ঘোষনা পত্র তালিকায় প্রকাশ হওয়ার পর আইডি কার্ড ব্যবহারকারী কে খরচ বহন করতে হবে।

সুযোগ সুবিধা :

  • সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে।
  • পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে
  • বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে এছাড়া ও রয়েছে মাসিক নিউজ টার্গেট কমিশন।

নিয়োগ প্রক্রিয়া :

এই সকল নিয়ম মেনে যারা প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন। নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত এবং NID কার্ডের স্ক্যান কপি শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র কপি সহ পাঠাতে হবে।

(বায়োডাটায় আপনার রিয়াল ফেইসবুক আইডির প্রোফাইল লিংক থাকতে হবে )

সম্পাদক ও প্রকাশক:
মিজানুর রহমান মিজান
মোবাইল: ০১৭১৩৭৬৮৬৮৬
ই-মেইল: sirsonews@gmail.com

যোগাযোগের ঠিকানাঃ

অফিস :
পল্লীবন্ধু এইচ, এম এরশাদ হকার্স মার্কেট, ইসলামপুর, হনুমান তলা, রংপুর-৫৪০০,

সংবাদ আপলোড অফিসঃ
কদমতলা, পশুরাম থানা মেট্রোপলিটন পুলিশ সংলগ্ন বুড়িরহাট রোড রংপুর।

স্টাফ রিপোর্টারঃ
সোহেল রানা
মোবাইল নং- 01918079513

ক্রাইম রিপোর্টার
রাকিব
কুড়িগ্রাম সদর উপজেলা মোগলবাসা ইউনিয়ন চেয়ারম্যান পাড়াঃ
মোবাইল নং- ০১৭২১৬০৫৬৬৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *