রয়টার্স বিবৃতিতে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের লালোপার জেলায় খাদ্য সামগ্রী বিক্রির একটি গাড়ি পুরোনো অবিস্ফোরিত মর্টাল শেলে আঘাত হানলে বিস্ফোরণ এ ঘটে। তবে এই বিস্ফোরণের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক বিস্ফোরণে অন্তত ৯ শিশু নিহত হয়েছে। সোমবারের (১০ জানুয়ারির) এই বিস্ফোরণে আহত হয়েছে আরও কমপক্ষে চারজন। তালেবানের নিয়োগকৃত দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বরাত দিয়ে বিস্ফোরণে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।