৭৫ এর পরাজিত শক্তি দেশের বিরিদ্ধে ষরযন্ত্র করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি
৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল খুনি চক্র। তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি । পরাজিত শক্তি আবার মাথাচাড় দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রী আ .ক. ম মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন।
শ্রীপুর সরকারী পাইলট উচ্চবিদালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরো বলেন, পরাধীন বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে ১৯৪৭ সালে বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।
পরবর্তীতে ১৯৫৩ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তফ্রন্টের নির্বাচনে মুসলিম লীগের কবর রচনা করেন। বঙ্গবন্ধুর কণ্ঠরোধ করতে পাকিস্তান সরকার ষড়যন্ত্র মূলক ভাবে আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করে।
বাংলার ছাত্র জনতার আন্দোলনের মুখে আইয়ুব খান মামলা তুলে নিতে বাধ্য হয়। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন।
বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধারা জীবন বাজি রেখে দীর্ঘ ৯ মাসের লড়াই-সংগ্রামে দেশকে স্বাধীন করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাড়া চ্ছিল। এসময় খুনিচক্ররা ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
১৯৮৩ সালে শেখ হাসিনা দলের নেতৃত্ব গ্রহণ করেন জনগণকে সাথে নিয়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে উনয়নের পথে এগিয়ে নিচ্ছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া এরশাদ খলদা জিয়ার সরকার সাড়ে ২২ বছর ক্ষমতায় ছিল। এ সময় দেশের কি উন্নয়ন হয়েছে তা সকলে অবগত আছেন।
শেখ হাসিনার নেতৃত্বে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে মানুষের জীবন যাত্রার মান । উন্নয়ন হযয়েছে দেশ এখন উন্নয়নের রোলমডেল। শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল বিশ্বব্যাপী প্রশংসিত হযয়েছে।
এসময় সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান বলেন এমপি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মত ত্যাগী নেতা-কর্মী আর কেহ নয়। তারা জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে। শেখ হাসিনা সরকার দেশের উন্ননে কাজ করে যাচ্ছেন।
এসময় সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান বলেন এমপি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মত ত্যাগী নেতা-কর্মী আর কেহ নয়। তারা জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে। শেখ হাসিনা সরকার দেশের উন্ননে কাজ করে যাচ্ছেন।
বিশ্বব্যাংকের অনীহা সত্বেও দেশের জনগণকে সাথে নিয়ে পদ্মা সেতু গড়ে তুলেছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পৃথিবীর সফল রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম। আওয়ামী লীগের উন্নয়নের রোল মডেল বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এসময় তিনি আওয়ামী লীগের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর- ৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক মির্জা আজম এমপি,
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর- ৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক মির্জা আজম এমপি,
গাজীপর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আক্তারুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সিমিন হোসেন রিমি এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন,
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহাবুদ্দিন ফরাজী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ সাঈদ খোকন, ইকবাল হোসেন অপু এমপি, শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির হিমু।
অনুষ্ঠানে সাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির হিমু।