কুড়িগ্রামের রাজারহাটে ৫৮ বছর বয়সে এসএসসি পাশ করেছে সাবেক ইউপি সদস্য।
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,শীর্ষ নিউজ২৪.কম
কুড়িগ্রামের রাজারহাটে ৫৮ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাবেক ইউপি সদস্য মো. শাহা আলম। এবারে জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় পাস করেন তিনি। তার জিপিএ ২.৪১।
সে উপজেলার কিশামত পুনকর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শাহা আলম জানান, আর্থিক দুর্দশায় পরে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়ে উঠেনি। ১৯৯৬ সালে আমার পরাশোনা বন্ধ হয়ে যায়।
কিন্তু মনের ভেতর প্রবল ইচ্ছা থাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ে ভর্তি হন। তিনি আরো জানান, ‘গতবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। সবখানে পড়াশোনার প্রয়োজন হয়। লেখাপড়া জানা থাকলে মানুষ কোথাও আটকে থাকে না। আল্লাহর রহমতে এসএসসি পাস করেছি। আল্লাহ সুস্থ রাখলে বিএ (স্নাতক) পাস করব।’
শাহা আলমের ছেলে জাহিদুল ইসলাম বাবু বলেন, আমি কাঁচামালের ব্যবসা করি। বেশিদূর পড়তে পারি নাই। তবে বাবা এসএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই বয়সে বাবা পাস করায় আত্মীয়-স্বজনসহ পরিচিতরা খুশি হয়ে আমাদের বাসায় মিষ্টি নিয়ে এসেছে।
কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবেদ আলী বলেন, এবয়সে শিক্ষার প্রতি এতোটা আগ্রহী যা প্রশংসার দাবী রাখে। আমার বিশ্বাস, তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে।