শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
গত একদিনে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৫৮ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৪৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৬৭৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২০০ জন এবং মারা গেছেন ১ হাজার ২৬৫ জন।
বিশ্বে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত মোট ৪৫ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৮৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৪৩ হাজার ৩ জনের। বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী এই চিত্র উঠে এসেছে।
একই সময়ে জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯৭৩ জন এবং মারা গেছেন ২১৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৫২ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৭৮ জন। ভারতে মারা গেছেন ১০৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭০২ জন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১২৩ জনের।
এ ছাড়া একই সময়ে তুরস্কে ১৪৩ জন, ইতালিতে ১৫৬ জন, মালয়েশিয়ায় ১১৩ জন, ফ্রান্সে ১৫৫ জন, ফিলিপাইনে ১১০ জন, আর্জেন্টিনায় ৫৪ জন, ইরানে ১৭৩ জন, জাপানে ২৩২ জন, রোমানিয়ায় ৬২ জন, হাঙ্গেরিতে ৫৪ জন এবং মেক্সিকোতে ২৬৫ জন জন মারা গেছেন।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।