২ জন সাংবাদিকের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

২ জন সাংবাদিকের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ও সর্দারদের সংঘর্ষের সময় এশিয়ান টিভির সাংবাদিক এম এ কামাল ও কালবেলার মিঠু মুরাদের ওপর হামলাসহ ক্যামেরা ভাঙচুর করা হয়।

আজ (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম পৌর স্থানীয় পূর্ব চৌরঙ্গী মোড়ে পাটগ্রাম প্রেসক্লাব মানববন্ধনের আয়োজন করে। এতে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন অংশ নেয়।

লালমনিরহাটের বুড়িমারীতে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছেন।

মানববন্ধনে পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সফিউল আলম লাবুর সভাপতিত্বে বক্তব্য দেন পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, যমুনা টিভির আনিছুর রহমান লাডলা, এনটিভির সাংবাদিক হায়দার আলী বাবু, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম লিটন,
ঢাকা পোস্টের নিয়াজ আহমেদ সিপন,আজকের পত্রিকার আজিনুর রহমান, সহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িমারীতে শ্রমিকদের হামলায় দুই সাংবাদিক আহত হন। এ ঘটনায় (১৩ সেপ্টেম্বর) বুধবার থানায় দায়ের করা অভিযোগ আমলে নেয়নি পুলিশ। অভিযোগটি নথিভুক্ত করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *