কলেজপাড়া ভিআইপি রোডে ২৭০মিটার ড্রেন নির্মাণ কাজ শুরু
বার্তা সম্পাদকঃ এম, মিরু সরকার
রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ডের কলেজপাড়া ভিআইপি রোডে ২৭০মিটার ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন।
মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নিজেস্ব অর্থায়নে উক্ত ড্রেন নির্মাণ কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রহমতুল্লা বাবলা, আরিফ হোসেন, আব্দুল মান্নান, প্রফেসর রাখু, কাওসার হোসেনসহ স্থানীয় সূধীজন। এছাড়াও ষ্টেশন রোড থেকে হেলাল প্রেস পর্যন্ত আরসিসি রাস্তা ঢালাই কাজ পরিদর্শন করেন তিনি।