২৬ শে ডিসেম্বর উলিপুরে ৮নং ধামশ্রেনী ইউনিয়ন নির্বাচন

উলিপুর উপজেলার ৮নং ধামশ্রেনী ইউনিয়ন বাসী ২০২১আসন্ন নির্বাচনে ১নং ওয়াডের মেম্বার হিসাবে দেখতে চায় সাজ্জাদুর রহমান সাজ্জাকে

নির্বাহী সম্পাদক
সোহানুর রহমান সোহান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৮নং ধামশ্রেনী ইউনিয়নে ১নং ওয়াডে মেম্বার পদে জনগণের সায় আর রায় টি.তিন,তিন বারের নির্বাচিত মেম্বার সাজ্জাদুল ইসলাম সাজ্জা।

বিএনপির ঝালাময়ী শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের প্রেমিক।

যার কণ্ঠে অন্নদা শংকরের কাল জয়ী উচ্চারণ। কে এই হেমিলনের বংশী বাদক,যার পেছনে হাটছেন ধামশ্রেনী ১ নং ওয়াডের নিপীড়িত মুক্তি পাগল জনতা। তিনি অতি পরিচিত মুখ।

রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, এ তার রয়েছে ব্যাপক পরিচিতি।মেজর জিয়াউর রহমানের আদর্শের মূর্ত সাজ্জাদুল ইসলাম সাজ্জা ধামশ্রেনী ইউনিয়নের ১ নং ওয়াড সুরেরডেরা গ্রামের এক লড়াকু সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ন গ্রহণ করেন।

তিনি তার প্রসংশা ও জনগনের ভালবাসা নিয়ে এসেছে আলোর মিছিলে। আদর্শকে তাই তিনি ধারণ করেছেন মনে প্রাণে। তাইতো তার কণ্ঠে কালজয়ী গানের সুর” যদি রাত পোহালে শোনা যেতো-বীর মুক্তিকামী শহীদরা মরে নাই”।

আর সেই আক্ষেপ আর শোককে সংহত করে তিনি লড়তে চান আসন্ন ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে। হতে চান জনগনের সুখ দুঃখের সাথী। তবে অন্যদের থেকে বিস্তর ফারাক আছে তাঁর এই চাওয়ার মাঝে। মোঃসাজ্জাদুল ইসলাম সাজ্জা অসংখ্য কালজয়ী লড়াই সংগ্রামের এক সাহসী সারথী।

ধামশ্রেনী ইউনিয়নবাসীর প্রত্যাশা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে কোন দলের নেতা নয়, কোনো নতুন ব্যক্তি নয় বরং বর্তমান মেম্বার সাজ্জাদুর রহমান সাজ্জাকেই দেখতে চাই আমরা।

১নং ওয়াডবাসীর আবেদন সাজ্জাদুর রহমান সাজ্জাকে করবো ২৬শে ডিসেম্বর নির্বাচন,
সাধারন মানুষের প্রত্যাশা জনমত জরিপের প্রতিফলন বতমান ইউনিয়নের ১ নং ওয়াডের মেম্বার সাজ্জা। ধামশ্রেনী ১নং ওয়াডের জনগনের ২০২১ নিবাচনের এটি মুল হাতিয়ার হিসেবে দেখছেন ৮ নং ইউনিয়নের ১ নং ওয়াডবাসী,

ইউনিয়নের বিপুল জনতার একটি বড় অংশ। জনমতের মূল্যায়ন হবে বলেই ভরসা রাখছেন তারা। উপজেলা পর্যায়ের অগ্র দায়িত্ব তিনি তুলে নিয়েছেন নিজের কাধে।

তিনি যুক্ত আছেন বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও।সকল প্রতিকূলতা মাথায় নিয়েই কাজ করে যেতে চান সাধারণ মানুষের। শ্রষ্ঠ মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের আদর্শের পতাকা তিনি সমুন্নত করতে চান আরো। আর এজন্য দলমত নীবি শেষে প্রধানমন্ত্রীর গৃহীত নানা কর্মসূচিও এগিয়ে নিচ্ছেন প্রাণ পনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *