২১ শে ফেব্রুয়ারি

আপনারা জানেন যে, দিনটি একটি জাতীয় দিবস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করে ছাত্ররা। ১৯৪৭ সালের পহেলা সেপ্টেম্বর কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্তের

 

সাংস্কৃতিক সংগঠন তমুদ্দিন মজলিস সংগঠনের মাধ্যমে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে আন্দোলনের দাবিতে আমাদের দামাল ছেলেরা রক্ত দান করে।

এই দিনটি আমাদের কাছে শহীদ দিবস হিসেবেও পরিচিত। এছাড়া ২০১০ সাল থেকে জাতিসংঘ এর নেয়া সিদ্ধান্ত মোতাবেক সারাবিশ্বে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে।

 

ভাষা সেতো মায়ের বুলি

প্রাণের চেয়েও প্রিয় জানি

যে ভাষাতে প্রাণ জুড়াল

সবার সুখের তৃষ্ণ মিঠালো

সেইতো মোদের মধুর ভাষা

মায়ের ভাষা বাংলা ভাষা

ভাষা সেতো স্লোগান মুখর যুবকের ভালবাসা

 

যে ভাষাতে সদা থাকে জাগি

সে ভাষার কোন দশা আজি

তারা মানেনাতো বাঁধা ভঙ্গ করেত ধারা

হায়নার গর্জন লঙ্গিয়ে চলে

হুংকারে হয় ধনি পতি ধনি

রাষ্ট্রভাষা বাংলা চাই

বাংলা চাই

ভাষা সেতো রক্তে ভেজা ২১শের দুপুর

রক্ত! সেতো নতুন সূর্যদয়

 

যে ভাষার লাগি রক্ত দিয়াছিলো বাঙ্গালী জাতী

ত্যাগে বেজেছিলো সাম্যের গীতি

পৃথিবীর মানুষ অভাব রয়

বাংলা ভাষার হলো জয়।

 

প্রতিবছর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদার সাথে বাংলাদেশে পালন করা হয় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি আমাদের আবেগ অনুভূতি আর শ্রদ্ধার কথা জানাই সোশ্যাল মিডিয়ায়।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *