২০০ বার চালের দাম বেড়েছে

স্বাধীনতার ৫০ বছরে ২০০ বার চালের দাম বেড়েছে : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা  ব্যবসায়ী আর স্বাধীনতা বিরোধীদের যোগ সাজসে গত ৫০ বছরে ২০০ বার চালের দাম বেড়েছে। যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সেই সরকার ব্যবসায়ী-প্রশাসনের সাথে মিলেমিশে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কাজ করেছে।

৩ মার্চ বিকেল ৫ টায় মতিঝিলস্থ ‘ফুড লাউঞ্জ’-এ ‘স্বাধীনতার চেতনা ও স্বাধীনতা বিরোধীদের কারণে বাড়ে দ্রব্যমূল্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সামিয়া চৌধুরীর সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান রবিউল আলম খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বালা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতিহীন ব্যক্তিরা এমপি-মন্ত্রী-জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি সচিব-আমলা-পুলিশ-প্রশাসনের কর্তা হওয়ায় গত ৫০ বছরে যেমন ২০০ বার চালের দাম বেড়েছে, তেমন ভোজ্য তেলের দাম বেড়েছে সাড়ে ৩ শত বার এমন কি লবনের দাম বেড়েছে ১৫৫ বার।

এই দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধে কেবল মিছিল-মিটিং করলেই হবে না, খাদ্য-বাণিজ্য-স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্তাদেরকে নীতির রাস্তায় পরিচালিত করতে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে।

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, নির্লজ্জের মত এরা দেশের মানুষের সামনে মিথ্যের বেসাতি খুলে বসে বলে- দেশে কোন অভাব নেই, অথচ মধ্যবিত্তের প্রায় আড়াই কোটি মানুষ নিন্ম মধ্যবিত্তের সারিতে এসে দাঁড়িয়েছে, নিন্ম মধ্য বিত্তের ৩ কোটি মানুষ নেমেছে দারিদ্র সীমার নিচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *