রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর শ্রী হারাধণ রায়ের ব্যক্তিগত উদ্যোগে ৪নং ওয়ার্ডে ১১শ’ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ
স্টাফ রিপোর্টার
ব্যক্তিগত উদ্যোগে নগরীর ৪নং ওয়ার্ডের প্রায় ১১শ’ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধণ রায়।
গত সোমবার রাতে নগরীর কুকরুল এলাকায় অত্র ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় ১১শ’ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সাজু, সমাজ সেবক সাইফুল ইসলাম রিপন, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আল-আমিন সুমন, সিরাজুল ইসলাম বাবু, আফজাল, সবুজ, আশরাফুল, ফুলবাবু, আব্দুল ও কামরুল ইসলাম প্রমূখ।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধণ রায় জানান, ৪নং ওয়ার্ডের শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তার ব্যক্তিগত উদ্যোগে এবং রংপুর সিটি কর্পোরেশনের পÿ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হবে।
এম. মিরু সরকার