কুড়িগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা সহ ১ জন প্রেপ্তার ।
মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম, শীর্ষনিউজ২৪.কম
গত (০৯ জুলাই) রোববার রাতে ১০০ বোতল ফেন্সিডিল ও ১০কেজি গাঁজা সহ এক কুখ্যাত মাদক কারবারিকে ধাওয়া করে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ ফাঁড়ির একটি টিম ৩ মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি জসিম(৩৫) কে মাদক সরবরাহের সময় ধরলা ব্রীজ হতে ধাওয়া করে ৮ কি মি দূরে রায়ের বাজার এলাকায় আটক করেছে।
এসময় তার সাথে থাকা ১০০ বোতল ফেন্সিডিল ১০ কেজি গাঁজা উদ্ধার সহ পরিবহনে ব্যাবহারিক মোটরসাইকেলটি জব্দ করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন বলেন, উক্ত প্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে। জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।