হারাটি তাহ্ফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু
রংপুর মহানগরীর পশুরাম থানাধীন ৫নং ওয়ার্ডে হারাটি তাহ্ফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ এশা উক্ত মাদ্রাসার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারাটি জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ নুর ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন হারাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হারাটি কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও, মোঃ মোত্তালিব হোসেন বিপ্লবী।
বক্তব্য রাখেন তাহ্ফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কুতুব এ রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, হারাটি কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, হারাটি জামে মসজিদের খতিব মাও. মোঃ আব্দুল আজিজ ও অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. মোঃ আসাদুজ্জামান আসাদ।
উদ্বোধন শেষে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার মুল্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।