সৌদি আরব একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

আন্তর্জাতিক খবর :

শনিবার (১২ মার্চ) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বরাত দিয়ে আল জাজিরা এমনটি জানিয়েছে।

সৌদি আরব একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদির নাগরিক। অন্য সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক।

 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের এই মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১৯৮০ সালের ঘটনাকে ছাপিয়ে গেছে। সে সময় মক্কার গ্র্যান্ড মসজিদ দখলে অভিযুক্ত ৬৩ জনকে শিরশ্ছেদে করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এতে আরো বলা হয়, এই ব্যক্তিদের করা অপরাধের মধ্যে রয়েছে আইএস, আল-কায়েদা এবং হুতি বাহিনীর মতো বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্যের অঙ্গীকার করা।

 

এসপিএর তথ্য অনুসারে, দণ্ডিতদের কেউ কেউ ‘সন্ত্রাসী সংগঠনে’ যোগ দেওয়ার জন্য সংঘাতপূর্ণ অঞ্চলে গিয়েছিলেন।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *