‘সেরা স্বামী’ রণভীর সিং

বিশ্বের ‘সেরা স্বামী’ রণভীর সিং

তারকা জীবন মানেই আলোচনার মধ্যমণি হয়ে থাকা। তার উপর যদি হয় একই অঙ্গনের দুই জীবনসঙ্গী, তবে তো কথাই নেই। এমন আনন্দ উপভোগ করা এক তারকা জুটি দীপিক পাড়ুকোন ও রণভীর সিং। শুধু বড় পর্দাই নয়, সামাজিক মাধ্যমেও তাদের খুনসুটি আর রসায়ন ভক্তদের বেশ পছন্দের। আর তাইতো তাদের দেওয়া প্রতিটি পোস্টই পড়ে যায় ভাইরালের তালিকায়।

বিয়ের আগেই রণভীর বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিকের তকমা পেয়েছেন ভক্ত আর গণমাধ্যমের কাছ থেকে। তখনই দাবি করেছিলেন বিয়ের পর জয় করে নেবেন বিশ্বের সেরা স্বামীর তকমাও। এবার যেন সেই স্বপ্নই পূরণ হলো রণভীরের। আর তকমা দেওয়া ব্যক্তিটাও যে সে কোনো মানুষ না, খোদ দীপিক পাড়ুকোন সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে জীবনসঙ্গীকে দিয়েছেন সেরা স্বামী হবার সম্মান।

সম্প্রতি শীর্ষস্থানীয় একটি স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলে এবিষয়ে শেয়ার করা ইন্সটাগ্রামের একটি পোস্টে দীপিকা লেখেন, পেশায় আমি একজন অভিনয়শিল্পী হলেও একজন ক্রীড়াবিদ হয়েই জীবনে এগিয়ে যেতে চেয়েছি। এটি আমার দ্বিতীয় সত্ত্বা!

বরাবরের মতোই দীপিকার পোস্টের মন্তব্য বাক্সে ঝাঁপিয়ে পড়েন রণভীর সিং। লেখেন, পেশার ক্ষেত্রে নিজেকে আবেদনময়ী হিসেবে উপস্থাপন করতে হলেও প্রাত্যহিক জীবনে আমি সুন্দর ও সাবলীল। এটি আমার দ্বিতীয় সত্ত্বা।

এটির উত্তরে দীপিকা বলেন, স্বামী হিসেবে তুমিই সেরা…

দীপভীরখ্যাত এই দম্পতির বিয়ের তৃতীয় বছর পূর্ণ হতে যাচ্ছে এবার। লকডাউনের কারণে দীর্ঘসময় থমকে থাকা চলচ্চিত্র শিল্প আবারও উজ্জীবিত হতে শুরু করেছে। দর্শক আর ভক্তরাও এখন তাদের প্রিয় এই দম্পতিকে বড় পর্দায় দেখার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *