সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া, ইউক্রেন সীমান্ত থেকে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

আন্তর্জাতিক খবর :

ইউক্রেনে হামলা নিয়ে পশ্চিমাদের আশঙ্কার মধ্যেই সেনা সরানোর কথা সামনে আনলো মস্কো। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে রাশিয়া।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশটি জানায়, মোতায়েন থাকা কিছু সেনা ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে সামরিক ঘাঁটিতে নেওয়া হচ্ছে।

 

রাশিয়ার সরকারি একাধিক বার্তা সংস্থা বলছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘দায়িত্বপালন শেষে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন সামরিক জেলার অধীনস্ত ইউনিটগুলো ইতোমধ্যে রেল ও সড়ক পরিবহনগুলোতে আসন গ্রহণ করতে শুরু করছে এবং আজই তারা সামরিক ঘাঁটিতে ফিরে যাবে।’

 

অবশ্য ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত সংকট নিরসনে বা চলমান উত্তেজনা কমাতে ঠিক কতটা ভূমিকা রাখবে তা এখনও বলা যাচ্ছে না। কারণ রাশিয়া যেকোনো মুহূর্তে পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা করতে পারে বলে আগ থেকেই আশঙ্কা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *