শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি
দুর্দান্ত জয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারাল ভারত। বুধবার প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।
টার্গেট ছিল ১৫৮ রানের। ৭ বল বাকি থাকতেই সিরিজের প্রথম ওয়ান ডে জিতে গেল টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারের আগেই ম্যাচ পকেটে পুরল টিম ইন্ডিয়া। ২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ভেঙ্কটেশ আইয়ার এবং ৩৪ রানে নট আউট রইলেন সূর্যকুমার যাদব।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইডেনের মাঠে শুরু থেকে ঝড় তোলেন রোহিত শর্মা এবং ঈশান কিশন। ৭ ওভারে ৬৩ রান তুলে দেন তারা। রোহিত একাই ১৯ বলে ৪০ রান করেন। তাকে ফিরিয়ে দেন চেজ। বাউন্ডারিতে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি এবং ঈশান দলকে এগিয়ে নিয়ে যান। ঈশান ফেরেন ৪২ বলে ৩৫ রান করে। তাকেও ফিরিয়ে দেন চেজ। পরের ওভারেই ফ্যাবিয়ান অ্যালেনের বলে ছয় মারতে গিয়ে আউট হন বিরাট। ১৩ বলে ১৭ রান করেন তিনি।
বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না পন্থও। ৮ বলে ৮ রান করেন তিনি। শেষ পর্বে সূর্যকুমার যাদব এবং বেঙ্কটেশ আয়ার ভারতকে জয় এনে দেন। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন সূর্য। বেঙ্কটেশ অপরাজিত ১৩ বলে ২৪ রান করে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।