বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদন্ড :
বহুল আলোচিত সিনহা হত্যাকান্ডে জড়িত থাকায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
- নিয়মিত আপডেট পেতে
- শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।
রায়ে একইসাথে ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড ও খালাস পেয়েছেন এপিবিএনের ৩ সদস্যসহ ৭ জন।
মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ২৫ মিনিটে বিচারক ৩০০ পৃষ্টার রায় পড়া শুরু করেন।
বিকেল সাড়ে চারটার দিকে রায় পড়া শেষ হয়।
এ সময় সিনহা হত্যা মামলার ১৫ আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।