সিটি সার্ভিস চালুর উদ্যোগ প্রত্যাহারে সকল কর্মসূচি স্থগিত

সিটি সার্ভিস চালুর উদ্যোগ প্রত্যাহারে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কতর্ৃৃক মহানগরীতে সিটি সার্ভিস (সিটি বাস) চালুর উদ্যোগ গ্রহনের প্রতিবাদে মহানগরীর অটো ও রিক্সা মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের ঘোষিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে উক্ত কর্মসূচি স্থগিত করা হয়।

বুধবার দুপুরে নগরীার শাপলা চত্ত্বরস্থ রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মহানগরীর ব্যাটারী চালিত অটো, রিক্সা, ভ্যান মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের যৌথ আলোচনা সভা থেকে সকল কর্মসূচি স্থগিত করা হয়।

রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে-নং ৩৩ এর সভাপতি মোঃ তসলিম হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭১৩ এর সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে-নং-৩৩ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল কবীর সমাজ,

সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন হোসেন, কার্যকরী সদস্য মোঃ সুলতান মাহামুদ, রংপুর মহানগর চার্জার রিক্সা ভ্যান মালিক সমিতি রঃ-৩২ এর সভাপতি মোঃ আফজাল হোসেন মানিক, রংপুর মহানগর ব্যাটারী চালিত চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে. নং- ৩৩ এর সভাপতি মোঃ শাহেদ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, মালিক ও শ্রমিকদের সাত দফা দাবী মধ্যে সিটি বাস না নামানোর দাবীটি ছিলো ১টি গুরুত্বপুর্ণ দাবী। নগরীতে কোনো ইন্ডাষ্ট্রি নেই, নেই কল-কারখানা, নেই কোনো

বিকল্প কর্মসংস্থান। কয়েক শ্রেণীর মানুষের রুটি রোজির ভরসা এখন এই পরিবহন। ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ করে দিয়ে সিটি বাস চালু করা হলে, নগরীর হাজার হাজার মালিক, শ্রমিক ও তার পরিবারের রিজেকে হাত দেয়া হবে।

অবসরপ্রাপ্ত, শিক্ষিত বেকার, দ্রারিদ্র শ্রমিকসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত থাকা যুবকরা আজ এই পরিবহনের মাধ্যমে খুজে পেয়েছে কর্মসংস্থান। সার্বিক দিক বিবেচনা করে আমরা যে কর্মসূচি দিয়ে ছিলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সাথে যৌক্তিক আলোচনা হওয়ায় এবং তাদের আশ্বাসের প্রেক্ষিতে সকল সংগঠনের নেতৃবৃন্দের সম্মতিক্রমে তা স্থগিত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *