সিটি সার্ভিস চালুর উদ্যোগ গ্রহনের প্রতিবাদে বুধবার রংপুর প্রেস ক্লাব চত্ত্বরে মালিক ও শ্রমিক সংগঠন সমূহের মানববন্ধণ
রংপুর মেট্রোপলিটন পুলিশ কতর্ৃৃক মহানগরীতে সিটি সার্ভিস (সিটি বাস) চালুর উদ্যোগ গ্রহনের প্রতিবাদে ২৭শে সেপ্টেম্বর বুধবার নগরীতে মানববন্ধণ ও স্বারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষনা করেছেন মহানগরীর ব্যাটারী চালিত অটো, রিক্সা, ভ্যান মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠন সমূহ।
আজ মঙ্গলবার দুপুরে নগরীার শাপলা চত্ত্বর এলাকায় রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেন মহানগরীর অটো ও রিক্সা মালিক ও শ্রমিকদের সংগঠন গুলো।
রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে-নং ৩৩ এর সভাপতি মোঃ তসলিম হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা, ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭১৩ এর সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে-নং ৩৩ এর সহ-সভাপতি এনামুল কবীর সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, রংপুর মহানগর চার্জার রিক্সা ভ্যান মালিক সমিতি রঃ-৩২ এর সভাপতি মোঃ আফজাল হোসেন মানিক,
সাধারণ সম্পাদক মোঃ মিজু আহমেদ, রংপুর মহানগর রিক্সা ভ্যান চালক ইউনিয়ন রেজিঃ নং ৫৯ এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোফা, সাধারণ সম্পাদক আবু তালেব, রংপুর মহানগর জাতীয় অটো রিক্সা শ্রমিক লীগ রেজিঃ নং- ২০৪৪ এর সভাপতি মোঃ সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মমিন মিয়া, রংপুর মহানগর রিক্সা ভ্যান পরিবহন মালিক সমিতি রেজিঃনং- ৩৩ এর সভাপতি মোঃ মাঈদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি রংপুর মহানগর কমিটি রেজিঃ নং এস- ১১৩৮৭ এর সভাপতি মোহাম্মদ আলী,
সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম মিয়া, রংপুর মহানগর ব্যাটারী চালিত চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক পার্টি বা.জা.ফে. নং- ৩৩ এর সভাপতি মোঃ শাজেদ আলী, সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু ও রংপুর মহানগর ঠেলা ও মালবাহী ভ্যান পরিবহন মালামাল লোডিং আন লোডিং কুলি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৯২০ এর সভাপতি মোঃ গোলজার হোসেন এবং রংপুর জেলা ব্যাটারী চালিক অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ, বুধবার বেলা ১১টায় রংপুর প্রেস ক্লাব চত্ত্বরে মানববন্ধণ শেষে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং মেয়র রংপুর সিটি কর্পোরেশন বরাবরে স্বারক লিপি প্রদানের কর্মসূচি ঘোষনা করা হয় এই প্রতিবাদ সভা থেকে।