রংপুর মহানগরীর ৮,২৯ ও ৩০নং ওয়ার্ডে রংপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ষৌথ উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ
বার্তা সম্পাদকঃ এম,মিরু সরকার
রংপুর মহানগরীর ৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডে রংপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ষৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তায় গত বৃহস্পতিবার রাতে নগরীর ৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে ৭শ’৫০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মানিক মাষ্টার, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুক্তার হোসেন ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মালেক নিয়াজ আরজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।