সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর ভবনের যাত্রা শুরু
আব্দুস সালাম রানা,শ্রীপুর (প্রতিনিধি) প্রতিনিধিঃ
দীর্ঘ আঠারো বছর পর সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো শ্রীপুর পৌর ভবনের। আজ ২০ অক্টোবর বুধবার গাজীপুর -৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ উক্ত পৌর ভবনর আনুষ্ঠানিক উদ্বাধন করন।
আজ থক নব নির্মিত ভবন শ্রীপুর পর সভার সকল কার্যক্রম চলব।
উদ্বাধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসব উপ¯িত থক বক্তব রাখন, গাজীপুর -৩ আসনর এমপি মুহাম্মদ ইকবাল হাসন সবুজ। অন্যান্যর মধ্য উপ¯িত ছি, শ্রীপুর উপজলা পরিষদর চয়ারম্যান এ্যাড.সামসুল আলম প্রধান, পর মেয়র .আনিছুর রহমান,শ্রীপুর থানার ওসি খাদকার ইমাম হাসন,শ্রীপর উপজলা আ’লীগর যুগ্ম আহায়ক হুমায়ুন কবির হিমু, পর আ’লীগ সভাপতি মা.সিরাজুল হক, সাধারণ সম্পাদক মা.নূর আলম মাল্লা প্রমুখ।
জানা যায়,২০০২ সাল শ্রীপুর পর সভা প্রতিষ্ঠিত হয়। আয়তনর দিক দশর দ্বিতীয় বহত্তম পর সভা এটি। “গ” শ্রণীর পর সভা হিসব শ্রীপুর পর সভার যাত্রা শুর হলও অল্প সময়র মধ্যই শ্রীপুর পর সভাটি “ক”শ্রণীত স্তর উনিত হয়।
পর সভার প্রথম কায্রক্রম প্রথম সাবক ইউনিয়ন পরিষদর পুরাতন ভবন চলছিল। ওই ভবনটি জরাজীর্ণ ঝুকি পূর্ণ হ্ওয়ায় সটি পরিত্যাক্ত ঘাষণা করা হয়। ২০১৬ সাল থক ভাড়া করা অ¯ায়ী ভবন চলছিল শ্রীপুর পর সভার কার্যক্রম।
পরর্তিত ২০২১ সাল বি.এম.ডি.এফ এবং পর সভার নিজস্ব অর্থায়ন ৫ কাটি ৫৭লাখ টাকা ব্যয় নির্র্মিত হয় শ্রীপুর পর সভার নতুন ভবন।