সাফরি পার্কে বাঘ সিংহ জেব্রার পর লেমুরের মৃত্যু

সাফরি পার্কে বাঘ সিংহ জেব্রার পর লেমুরের মৃত্যু

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

 

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘ, সিংহ, জেব্রার পরেএবার এক লেমুরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে লেমুরের মৃত্যর ঘটনা ঘটেছে। লেমুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্যা রেজাউর করিম। এ বিষয়ে পার্কের দায়িত্বে থাকা কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম লেমুর মৃত্যুর বিষয়ে মুখ খুলতে রাজী হননি।

 

নাম প্রকাশ না করার শর্তে পার্কের এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকালে পার্কে একটি লেমুর মারা যায়। মৃত লেমুরের ময়না তদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়েছে।

 

জানা যায়, ২০১৯ সালের ৬ আগষ্ট তারিখে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে দুটি লেমুর উদ্ধার করা হয়। পরে লেমুর দুটিকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়। লেমুর জুটি পার্কে দুটি সাবকের ও জন্ম দেয়।

 

উল্লেখ্য, প্রায় সাড়ে কোটি বছর আগে আফ্রিকার মাদা গাস্কায় লেমুরের আগমন ঘটে। এ প্রাণীটি রাতের আঁধারে অপেক্ষাকৃত বেশী চলাচল করে। রাতের বেলায় লেমুরের চোখে আলো ফেললে ভুতের মতো দেখা যায়। লেমুর শব্দের অর্থ ভুত। এ জন্যই প্রাণীটির নামকরণ করা হয় লেমুর।

 

লেমুর সাধারণত পতঙ্গ,ফল,লতা পাত খেয়ে থাকে। এরা দলবদ্ধ ভাবে বাস করে। একটি দলে ১৫ টির বেশী লেমুর থাকতে পারে। শলীরের গন্ধ ও বিশেষ ধরণের শব্দের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। ছোট লেমুরের ওজন ১ পাওন্ড হয়ে থাকে। প্রাপ্ত বয়স্ক লেমুরের ওজন সর্বোচ্চ ১৫ পাওন্ড হতে পারে।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম মোঠু ফোনে বলেন, পার্কে একটি লেমুর মারা গেছে। প্রাণীটি কি কারণে মারা গেছে সে বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে বলে জানান তিনি।

 

এর আগে বঙ্গবন্ধু শেখমুজিব সাফারি পার্কে গত ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ১১টি জেব্রা, ১টি বাঘ ও একটি সিংহীর মৃত্যু হয়েছে।

 

আব্দুস সালাম রানা

শ্রীপুর,গাজীপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *