সাত মাসে সর্বনিম্ন মৃত্যু ১২, শনাক্ত ৬৬৩

করোনায় সাত মাসে সর্বনিম্ন মৃত্যু ১২, শনাক্ত ৬৬৩

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে। গত সাত মাসে এটাই একদিনে সর্বনিন্ম মৃত্যু। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে। এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন।

এর আগে বুধবার দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৭০৩ জন। তাদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ১২ জন। এ সময় ঢাকা বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৮, খুলনায় ২, সিলেটে ১, রংপুরে ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *