শীর্ষ নিউজ টোয়েন্টিফোর
সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলো ৫ টি তাজা প্রাণ,
৪ জনই তরুণ মনছুর আলম, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন সাকিব ও হারুনুর রশিদ। একসাথে চলতে চলতে ঘনিষ্ঠ বন্ধু। প্রাইভেট কারে তারা একসাথে কক্সবাজার ভ্রমণের পরিকল্পনায় খুব ভোরেই চট্টগ্রাম শহর থেকে রওয়ানা দেন।
ফজরের আযানের সময় তখন, লোহাগাড়া আধুনগর স্টেশনের দক্ষিণ পাশে পৌঁছতে না পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা শক্তিশালী দানবাকৃতির মালবাহী একটি ট্রাক তাদের বহনকারী ছোট প্রাইভেট কারটিকে দুমড়ে-মুচড়ে দেয়।
মনসুরের প্রাণ তখনো বের হয় নি, তাকে দ্রুত নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর ড্রাইভারসহ বাকী চারজন স্পটডেড। নিমিষেই ৪ বন্ধুসহ মোট ৫টি তাজা প্রাণ ঝরে গেল অকাতরে,আমরা শীর্ষ নিউজ টোয়েন্টিফোর পরিবারবর্গ তাদের রূহের মাগফিরাত কামনা করি আমীন।