সাকিব আল হাসান রাতেই দেশে ফিরছেন

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

 

অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। এছাড়া ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে ভর্তি আছে দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা-জ্বরে ভুগছে। সবমিলিয়ে সাকিবের পারিবার এখন কঠিন মুহূর্ত পার করছে। তাই দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার।

 

 

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, সাকিব আল হাসান আপাতত দেশে ফিরছেন না। অন্তত তৃতীয় ওয়ানডে খেলার কথা তার। এমন ইঙ্গিত দিলেও হঠাৎ বদলে গেল সাকিবের সিদ্ধান্ত। দেশে ফিরছেন তিনি।

 

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দক্ষিণ আফ্রিকা থেকে দেশের উদ্দেশ্যে বিমানে উঠবেন তিনি। এটিও নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

 

 

সাকিবের শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। নিয়মিত রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।

 

সাকিবের স্ত্রী-সন্তান বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। বড় মেয়ে আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম বাংলাদেশে এসেছে। ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *