সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্তদের উজ্জীবিত করতে “অসকস পরিবহন”

সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্তদের উজ্জীবিত করতে “অসকস পরিবহন”

রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টারঃ জুয়েল ইসলাম

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি (রেজি নংঃ সি- ১৭০১৩৫)রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন সদস্যের স্বেচ্ছায় প্রদানকৃত অর্থে অফিস পরিচালনাসহ আনুষঙ্গিক ও বিবিধ ব্যয় নির্বাহের জন্য ১৭ মে’২২মঙ্গলবার বিকেলে ‘অসকস কেন্দ্রীয় কমিটির অর্থ উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা আফজাল সাহেব’ এর সভাপতিত্বে সংগঠনের নিজস্ব ক্রয়কৃত অটোর উদ্বোধন করেন রংপুর বদরগন্জ উপজেলার পৌরসভার মেয়র মোঃ আহসানুল হক চৌধুরী টুটুল।

অসকস রংপুর জেলা-মহানগর ও বদরগঞ্জ উপজেলার উপদেষ্টা মন্ডলীর সম্মানিত অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে বদরগঞ্জ পৌরসভার মেয়র তার নিজ বাসভবনে “অসকস পরিবহনে”র চাবি হস্তান্তর করেন।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, জনকল্যাণ মূলক,সামাজিক সংগঠন।

 

জেলা ও মহানগরসহ বদরগন্জ উপজেলার সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ “বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি”র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *