সরকার ঘোষিত বিধিনিষেধ উঠল আজ থেকে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রোববার (২০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানান, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে।

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বিস্তার প্রশমন করার লক্ষ্যে সরকার ঘোষিত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ১৩ জানুয়ারি থেকে কার্যকর করা এ বিধিনিষেধ গতকাল রাত ১২টা পর্যন্ত কার্যকর ছিল। সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিধিনিষেধ জারি করা হয়েছিল।

 

এরপর গত ৩ ফেব্রুয়ারি বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *