সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

শহর এন জি ও সমন্বয় পরিষদের
সাধারণ সভা অনুষ্ঠিত

সাংবাদিক আশরাফ খান কিরণ

রংপুর শহর এন জি ও সমন্বয় পরিষদের সাধারণ সভা গতকাল ২৯ জানুয়ারি দুপুর ১২ টায় রংপুর শহর সমাজ সেবা কার্যালয় হল রুমে অনুষ্ঠিত হয় । পরিষদের সভাপতি মোঃ শহিদুল আনাম তুহিন এর সভাপতিত্বে ও শহর সমাজ সেবা কর্মকর্তা ও পরিষদের সদস্য সচিব শফিকুল ইসলাম পাইকড় এর পরিচালনায় সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন,

আলমগীর বকসি তুহিন, পরিষদের সহ সভাপতি মোঃ মাসুদ, নজরুল সংঘের সাধারণ সম্পাদক রশিদুস সুলতান বাবলু, বেসরকারি গনগ্রন্থাগার কেন্দ্রীয় মহাসচিব নাসিম আহমেদ, মিতালী সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ খান কিরণ। এর আগে শহর সমাজ সেবা কর্মকর্তা ও পরিষদের সদস্য সচিব শফিকুল ইসলাম পাইকড় গত জানুয়ারি থেকে ডিসেম্বর এক বছরের বার্ষিক আয় ব্যয়-হিসাব উপস্থাপন করেন।

জানুয়ারি থেকে ডিসেম্বর ১২ মাসে সমন্বয় পরিষদের সর্বমোট আয় হয় ১৯ লাখ আর ৩২ হাজার ৫শ ৩২ টাকা । এর মধ্যে কম্পিউটার প্রশিক্ষন থেকে আয় হয় ১৯ লাখ আর ১৮ হাজার ৩শ টাকা, সেলাই প্রশিক্ষন থেকে আয় ১১ হাজার টাকা এবং ব্যাংক মুনাফা আয় ৩ হাজার ২শ ৩২ টাকা ।

তা থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষন ভাতা ১ লাখ ২০ হাজার ৩শ ৬০ টাকা ব্যয় দেখিয়ে অবশিষ্ট ৯ লাখ ১২ হাজার ১শ ৭২ টাকা ব্যয় দেখান হয় বাড়ি ভাড়া, বিদ্যুৎ
বিল,রেজিস্ত্রেশন ফি, কম্পিউটার যন্ত্রাংশ ক্রয়,মেরামত, জাতীয় দিবশ পালন, সাধারন্সভা আপ্যায়ন, ব্যাংক কর্তন, ইন্টারনেট ও পেপার বিল বাবদ । বর্তমান নির্বাহী পরিষদের মেয়াদ আগামি আগস্ট মাসে সম্পন্ন হওয়ার পূর্বে সাধারণ সভা

আয়োজন সহ সবার অংশগ্রহণে ত্রি বার্ষিক নির্বাহী পরিষদ ইলেকশন অথবা সিলেকশনের মাধ্যমে গঠনের প্রস্তাব উথাপন করা হয়। সভায় রংপুর শহরে বেসরকারি উন্নয়ন সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন ।

ক্যাপশনঃ রংপুর শহর এন জি ও সমন্বয় পরিষদের সাধারণ সভায় ২৯ জানুয়ারি দুপুর ১২ টায় রংপুর শহর সমাজ সেবা কার্যালয় হল রুমে সভাপতির বক্তব্য রাখছেন পরিষদের সভাপতি মোঃ শহিদুল আনাম তুহিন

নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *