সন্তান বিক্রি করে দেয়া সেই মা শিল্পী বেগম সরকারি ঘর পেলেন

সন্তান বিক্রি করে দেয়া সেই মা শিল্পী বেগম সরকারি ঘর পেলেন

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ে ঋণের টাকা পরিশোধের জন্য নবজাতক সন্তান বিক্রি করে দেয়া মা শিল্পী বেগম সরকারি ঘর পেলেন।

আজ (২৭ অক্টোবর ) শুক্রবার সকালে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বাতেন মোড় এলাকায় শিল্পীর হাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি তুলে দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। সেই সঙ্গে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সকল প্রকার ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

সন্তানদের রেখে স্বামী চলে যাওয়ায় অভাবে পড়েন শিল্পী বেগম। বাড়িভাড়া, ঋণের টাকা পরিশোধ করতেই বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নবজাতক সন্তানটিকে বিক্রি করেন তিনি।

শিল্পী জেলা শহরের গোয়ালপাড়া এলাকার রায়হানের স্ত্রী। বিক্রি করা নবজাতক তার চতুর্থ সন্তান।

জানা গেছে, প্রায় একযুগ আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর শিল্পীর সংসারে দুই ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম হয়। তবে চতুর্থ সন্তান পেটে আসার পরেই হঠাৎ তার স্বামী বাড়ি ছেড়ে চলে যান স্থানীয় তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে।।

এরপর থেকেই অভাবের সংসার নিয়ে বিপাকে পড়েন শিল্পী। সন্তান গর্ভে থাকার সময় থেকে বাড়ি ভাড়া ও পাশের দোকান মিলে কয়েক হাজার টাকা ঋণ হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, নবজাতক শিশু ক্রয় বিক্রয়ের কোনো সুযোগ নেই। এটা অপরাধ। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সেই অসহায় মাকে আশ্রয়ণের একটি ঘরের ব্যবস্থা করে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন মা শিল্পীর পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *