সকালবেলায় রয়েছে বরকত:
এক হাদিসে নবী করিম (সা.) ইরশাদ করেন,
بارك الله لامتى في بكورهم
আল্লাহ তায়ালা আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত নিহিত রেখেছেন। হাদিসটি শধু জিকির ও ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ না, রাসূল করিম (সা.) একজন ব্যবসায়ী সাহাবিকে সম্বোধন করে হাদিসটি বলেছিলেন। তিনি সেই সাহাবিকে এও বলেছিলেন যে, তুমি সকালে সকালে ব্যবসার উদ্দেশে বেরিয়ে যাবে, পরবর্তী সময়ে সেই সাহাবি বলেছিলেন, হজরত রাসূল (সা.) এর এই নির্দেশনা শোনার পর থেকে আমি এর ওপর আমল শুরু করলাম, এবং বেশ সকালেই ব্যবসা আরম্ভ করতে লাগলাম, এর ফলে আল্লাহ তায়ালা আমাকে এত অর্থ বিত্ত দিলেন, লোকজন আমাকে নিয়ে ঈর্ষা করতে থাকল।
ব্যবসায় মন্দা কেন হবে না:
আমাদের দেশে এখন সবকিছু উল্টো চলছে, দিনের এগারোটা পর্যন্ত বাজার মার্কেট বন্ধ থাকে, এগারোটার পর বেচা-বিক্রি কিছু শুরু হয়, এগারোটা মানে দুপুর, দিনের এক প্রহর অর্থহীন কাজ, ঘুম আর গাফলতের মাঝেই কেটে যায়, গুনাহ ও গর্হীত কাজেই আধা বেলা চলে যায়, এর পরও সবার মুখে একই কথা শোনা যায় যে, ব্যবসায় মন্দা যাচ্ছে, ঠিক মতো কিছুই চলছে না কিন্তু কেউ একথা ভাবছে না যে, যেই মহান সত্তার কুদরতি কবজায় ব্যবসার উত্থান-পতন, আমরা তার সঙ্গে সুসম্পর্ক কতটুকু সম্পর্ক স্থাপন করতে পেরেছি, অথচ ব্যবসার উন্নতি লাভের সহজ পদ্ধতি লো, যার কবজায় দুনিয়ার সকল কিছুর নিয়ন্ত্রন তার সঙ্গে সুসম্পর্ক তৈরি কর, তার অনুসরণ কর, তার দেয়া বরকত গ্রহণ কর, প্রতিনিয়ত তার সঙ্গে সম্পর্ক বিনষ্ট করছ, আর বলে বেড়াচ্ছ যে, ব্যবসায় মন্দা যাচ্ছে, ব্যবসায় মন্দা যাচ্ছে।
এই হলো সাফল্যের চাবিকাঠি:
এ কারণেই রাসূলে মাকবুল (সা.) এই প্রার্থনা করেছেন যে, আয় আল্লাহ আমার জন্য দিনের শুরু ভাগকে মঙ্গলজনক বানিয়ে দিন, অর্থাৎ আমাকে নেক আমল করার তাওফিক দান করুন।
নবী করিম (সা.) উল্লিখিত শব্দমালার মাধ্যমে দোয়া করেছেন আর উম্মতকে এই শিক্ষা ও দিয়েছেন যে, আয় উম্মাতি যদি সাফল্য চাও, কল্যান তালাশ কর, তবে দিনের প্রথম অংশকে সুন্দর বানাও।
দিনের মধ্য ও শেষ ভাগের দোয়া:
আলোচ্য দোয়ার পরবর্তী অংশে রাসূল (সা.) বলেছেন, হে অল্লাহ পাক দিনের মধ্য ভাগকে আমার জন্য মঙ্গলময় করুন, অর্থাৎ আমার জন্য মঙ্গল জনক হয়, দিনের মধ্যভাগে আমাকে এমন কাজ করার তাওফিক দিন। হে আল্লাহ দিনের শেষ ভাগকে আমার জন্য সাফল্যমণ্ডিত করুন, অর্থাৎ দিনের সকল চেষ্টা মেহনতের পর সন্ধাবেলায়, যখন ঘরে প্রবেশ করব, তখন যেন আমি পরিপূর্ণ সাফল্যমণ্ডিত হয়ে প্রশান্ত চিত্তে ঘরে ফিরতে পারি, এবং দিন শেষে যেন বলতে পারি আজকের দিনের প্রতিটি মুহূর্ত আমি যথাস্থানে ব্যয় করেছি এবং সঠিক ফল লাভ করেছি, আল্লাহ আল্লাহ করে যদি এই দোয়া কবুল হয়ে যায়, তা হলে সবকিছু সহজেই হাসিল হয়ে যাবে, আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই দোয়া করার তাওফিক দান করুন এবং এই দোয়া কবুল করুন, আমিন।