সংগীতের ৩ কিংবদন্তির বিদায়, ১০ দিনের মধ্যে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

সংগীতের ৩ কিংবদন্তির বিদায়, ১০ দিনের মধ্যে

বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। সংগীতাঙ্গনে তিনি বাপ্পি-দা নামেও সমধিক পরিচিত ছিলেন। হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া এই শিল্পীর দুই বাংলাতেই অগণিত ভক্ত রয়েছে। বাংলা চলচ্চিত্রের অনেক কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পি দা।

 

লতা মঙ্গেশকরের পর গতকাল (১৫ ফেব্রুয়ারি) রাতে বিদায় নিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুর সেই খবরের কিছুক্ষণ পরই নতুন শোক সংবাদ এলো সংগীতাঙ্গনে। এবার না ফেরার পথে যাত্রা করলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সংগীত জগতের তিন নক্ষত্রের পতন হয়েছে।

 

এদের মধ্যে বাপ্পির বয়সই কম। মাত্র ৬৯ বছর বয়সে ভক্তদের কাদিয়ে চলে গেলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’ রোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার দিবাগত রাতে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৯০ বছর বয়সে প্রবাদপ্রতিম সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর গত ৬ ফেব্রুয়ারি আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু হয়।

 

আর এর মাধ্যমে মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতের সংগীতাঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল।

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *