শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
সংগীত জগতের কিংবদন্তি, সুরকার-গায়ক বাপ্পী লাহিড়ী মারা গেছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ৬৯ বছর বয়সে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিটিআইকে হাসপাতালের পরিচালক ডাঃ দীপক নামজোশি জানিয়েছেন, তাঁর একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল। গত বছর তিনি কোভিড থেকে সুস্থ্য হন। গত এক মাস ধরে বাপ্পী লাহিড়ী হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করলেও আবারো তাঁর স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার তাঁকে হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) এর কারণে তিনি মারা যান।
বাপ্পী লাহিড়ী পশ্চিমবঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতে সমৃদ্ধ এক পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম আলোকেশ বাপ্পী লাহিড়ী। বাবা অপরেশ লাহিড়ী ছিলেন বাংলা সঙ্গীতের জনপ্রিয় গায়ক। মা বাঁশরী লাহিড়ীও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও গায়িকা, যিনি শাস্ত্রীয় ঘরাণার সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতে বিশেষ পারঙ্গমতা দেখিয়েছিলেন। তাদের পরিবারেরই একমাত্র সন্তান বাপ্পী লাহিড়ি।
বাপ্পী লাহিড়ী তিন বছর বয়সেই তবলা বাজাতে শুরু করেন। তাঁর মায়ের আত্মীয় হিসেবে ছিলেন বিখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমার এবং এস. মুখার্জী। পিতা-মাতার সান্নিধ্যে থেকেই তিনি সঙ্গীতকলায় হাতে খড়ি ও প্রশিক্ষণ নেন। ১৯ বছর বয়সে তিনি দাদু (১৯৭২) নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ করেন। / জি২৪, সংবাদ প্রতিদিন
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।