শ্রীপুর সরকারী জমি দখল কর
চলছ কাটা তারর সীমানা প্রাচির নির্মাণ
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরর শ্রীপুর সীমা নির্ধারণ না করই খাল-বন ও সরকারী খাস জমিত চলছ কাটা তারর সীমানা প্রাচির তরী করার অভিযাগ পাওয়া গছ। এক জন শিল্পপতি তার ক্রয়কত জমির পাশ থাকা সরকারী জমির সীমানা নির্ধারণ না করই ওই জমি দখলর পাঁয়তারা করছন। জমি দখলর এই ঘটনাটি ঘটছে শ্রীপুর উপজলার গাসিংগা ইউনিয়নর পটকা গ্রামর বপারী ভিটা নামক এলাকায়।
স্বরজমিন গিয় দখা যায়, ধান চাষর নিচু জমিত সিমটর তরী খুটিত কাটা তারর সীমানা প্রাচির তরীর কাজ চলছ। পাশই রয়ছ বনবিভাগর সরকারী বনভূমি। দখল নয়া হয়ছ ওই জমির পাশ থাকা সরকারী সড়া খালর অস্তিত্ব বিনষ্ট করা জমি। সরকারী খাস জমি সহ তরী করা হছ সিমটর খুটিত কাটা তারর সীমানা প্রাচির।
প্রকল্প এলাকার ম্যানজার মা. আতিক জানান, ওয়বার পাওয়ার সলিউসন লিঃ নামক কাম্পানীর মালিক মা.ফারুক খান এ জমি ক্রয় করছন। ওই কাম্পানির প্রতিনিধি হয় তিনি সীমানা প্রাচির ¯াপনর কাজ করছন।
¯ানীয় লাকদর অভিযাগ, ওই জমির দক্ষিন পাশ রয়ছ বন বিভাগর জমি ও অন্যপাশ আছ সরকারী রকর্ডীয় সড়া খাল নামক একটি খাল। এ খালর অ¯িত্ব এখন বিলিন হয় গছ। সীমানা প্রাচিরর ভিতর রয় গছ প্রায় ৪ বিঘা ১নং খাস খতিয়ানর সরকারী জমি। এ সকল জমির সীমানা নির্ধারণ না করই কাম্পানীর মালিক ফারুক খান প্রাচির নির্মান করছন।
¯ানীয় আ.রাজ্জাক,মাশারফ হাসন জানায়,পটকা মজায় ১নং খাস খতিয়ান ভূক্ত আরএস ১০২৯ দাগর ৬৬ শতক এবং ১৪০৭ দাগর ৭১ শতক খাস জমি তারা ভাগ দখল আছন। তাদর পূর্ব পুরুষ গন এ জমিত ১’শ বছর পূর্ব হত বসবাস কর আসছন। একাধিক বার ভূমিহীন হিসব বদাব¯র আবদন করছন কিু বদাব¯ পান নি। ওয়বার পাওয়ার সলিউসন লিঃ এর মালিক ফারুখ খান তাদর শত বছরর দখলীয় জমিত সীমানা প্রাচির তরী কর দখল নিছন।
এব্যাপার ওয়বার পাওয়ার সলিউসন লিঃ এর মালিক ফারুক খানর সাথ মাবাইল ফান যাগাযাগ করল তিনি সরকারী জমি দখলর অভিযাগ অস্বীকার কর সংবাদ মাধ্যমক জানান, ¯ানীয় ইউনিয়ন পরিষদর সার্ভয়ার দিয় সীমা নির্ধারণ করই পিলার ¯াপন করছন। তার দখল কান সরকারী খাস,বন বা খালর জমি নাই।
সহকারী বন সংরক্ষক ও শ্রীপুর রঞ্জর ভার প্রাপ্ত কর্মকর্তা রানা দব জানান, পটকা গ্রাম বনর জমি দখল হছ এমনটি তার জানা নাই। জরুরী ভিত্তিত খাঁজ নিয় আইন গত ব্যব¯া নিবন।
গাসিংগা ইউনিয়ন পরিষদর চয়ারম্যান মা.ছাইদুর রহমান সরজমিন এস জানান, প্রশাসনর সাথ যাগাযাগ কর এ ব্যাপার ব্যব¯া নিবন।
শ্রীপুরর সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার জানান, ওই এলাকায় খাল বা ১নং খাস খতিয়ানর জমি দখলর বিষটি তার জানা ছিলনা। তিনি সরজমিন তদÍ কর আইনগত ব্যব¯া নিবন।
উপজলা নির্বাহী অফিসার মা.তরিকুল ইসলাম জানান,এ বিষয় খাঁজ খবর নিয় দ্রুত ব্যব¯া নিবন।
আব্দুস সালাম রানা
শ্রীপুর গাজীপুর।