শ্রীপুর উপজেলা পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী সোমবার বিকালে শ্রীপুর পৌর জাতীয় পার্টি কার্যালয়ে শ্রীপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক চিশতী আলমগীরের সভাপতিত্বে সদস্য সচিব, মাহবুবুল আলম মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি,গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক, শ্রীপুর পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডল, গাজীপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো নজরুল ইসলাম,কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নিজাম উদ্দিন মোল্লা , শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক সাইফুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সরকার , শ্রীপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী আকন্দ ।
বক্তব্যের রাখেন, হুমায়ুন কবির সিকদার সাধারণ সম্পাদক,গাজীপুর জেলা জাতীয় যুব সংহতি, মোঃ রায়হান মোল্লা সদস্য সচিব শ্রীপুর উপজেলা জাতীয় যুব সংহতি, আব্দুল রহিম শেখ সদস্য, মটর শ্রমিক পার্টি, কেন্দ্রীয় কমিটি সহ শ্রীপুর পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।