শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সড়কে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী তোয়া খান (১৭) মারা গেছে। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর-ফাওগান আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত তোয়া খান উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের ইয়াকুব আলী খোকার ছেলে। সে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের
এসএসসি পরীক্ষার্থী। নিহত তোয়া বাবা-মার একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে তোয়া মটর সাইকেল যোগে নিজ বাড়ীর দিকে যাচ্ছিল। এসময় ওই সড়কের একটি মহিষের গাড়ীর সাথে মটর সাইকেলর সংর্ঘষ ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আব্দুস সালাম রানা
শ্রীপুর,গাজীপুর