শ্রীপুরে সরকারী গাছ কাটায় বাধা দেয়ায় ছুড়িকাহত ২

শ্রীপুরে সরকারী গাছ কাটায় বাধা দেয়ায় ছুড়িকাহত ২

 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধ:

 

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশের সরকারী বনায়ন প্রকল্পের গাছ কাটায় বাধা দেয়ায় দুই ব্যক্তি ছুড়িকাহত হয়েছে। ঘটনাটি ঘটেছ ১০ ফেব্রুয়ারী বৃহসপতিবরা বেলা আড়াইটার দিকে শ্রীপর পৌর এলাকার লোহাগাছ গ্রামের ফালু মার্কেট এলাকায়।

ছুড়িকাহতরা হলো ওই এলাকার মোজাফ্ফরের ছেলে মোকাজ্জল (৪০) এবং সুরু মন্ডলের ছেলে দেলোয়ার (৩০)।আশংকাজনক অবস্থায় মোকাজ্জলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ছুড়িকাঘাত কারী হলো ফালু মার্কেট এলাকার মোস্তফার ছেলে আতিকুল (২৫)। ঘটনার পর আতিকুল পালিয়ে গেছে।

 

স্থানীয়রা জানায়, শ্রীপুর-ফালুমার্কেট সড়কের দুইপাশে বেসরকারী সংস্থা প্রশিকার বাস্তবায়ন করা বনায়ন কর্মসূচীর গাছ রয়েছে। গাছ গুলোর স্থানীয় অংশিদার হলো ফালুমার্কেট এলাকায় অবস্থিত প্রশিকা পরিচালিত একটি মহিলা সমিতি।

অভিযুক্ত আতিকুল প্রায় সময়ই ওই রাস্তার পাশের গাছ কেটে নেয়। বৃহসপতিবার বেলা আড়াইটার দিকে আতিকুল রাস্তার পাশে একটি আকাশমনি গাছ কুড়াল দিয়ে কাটছিলো।

মোকাজ্জল ও দেলোয়ার ৩০ সদস্য বিশিষ্ট সমিতির গাছ একা না কাটতে বাধা দেয়। এ সময় আতিকুল উত্তেজিত হয়ে ওই দুই জনকে এলোপাথারী ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। আশংকা জনক অবস্থায় মুকাজ্জলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়।

স্থানীয়রা জানায়, আমিনুল রাস্তার পাশের আকাশমনি গাছ কাটছিল। এ সময় মোকাজ্জল ও দেলোয়ার বাধা দিলে তাদের ছুড়িঘাত করে আতিকুল।

 

হাসপাতালের আরএমও ডা.লিয়ন জানান, মুকাজ্জলের তলপেট ও বুকে ছুড়ির আঘাত ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *