শ্রীপুরে ফলের আড়তে অগ্নিকান্ড ২৫ লাখ টাকার ক্ষতি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ফল বিক্রির আড়তে অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক ঘেষে অবস্থিত ফল বিক্রির আড়তের মেহেদী হাসান ফলফ্রোটস নামক ফলের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ২৫লাখ টাকার খেজুর পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রেনে আনেন।
আড়তের মালিক মনির হোসেন জানান, ইসলামী ব্যাংক মাওনা শাখা থেকে ১ কোটি ২০ লাখ টাকা ঝণ নিয়ে ব্যবসা করছেন। আড়তে প্রায় ৪০লাখ টাকার খেজুর মজুত ছিল। বৃহসপতিবার বেলা দুইটারদিকে আড়ত বন্ধ করে বাসায় খাবার খেতে যান। পরে শুনতে পান আড়তে আগুন লেগেছে। তিনি দাবী করেন আগুনে প্রায় ২৫ লাখ টাকার খেজুর পড়ে গেছে। কিভাবে অগ্নি কান্ডের সূত্রপাত তা তিনি বলতে পারেননি।
দমকল বাহীনির মাওনার স্টেশন ইনচার্জ এস এ রায়হান বলেন, খবর পেয়ে ফায়ার সারভিসের দু’টি ইউনিট অভিযান চালিয়ে আধ ঘন্টায় আগুন নিয়ন্ত্রেন আনেন। অগ্নি কান্ডের কারণ জানা যায়নি তবে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকা বলে জানানো হয়েছে।
আব্দুস সালাম রানা
শ্রীপুর গাজীপুর।