শ্রীপুরে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

শ্রীপুরে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মধ্যে বয়সী নারী (৪৫) এর গলাকাটা লাশ গভীর জঙ্গল পড়ে আছে। লাশের পাশে পড়ে রয়েছে খুনে ব্যবহৃত হ্যান্ডগ্লাপ্স ও ছুরির কাভার। স্থানীয় ভিটিপাড়া গ্রামের এক শিশু নারীকে পড়ে থাকতে দেখে গজারী বনের ভেতর। পরবর্তীতে ঐ শিশুটি তার বাবা স্থানীয় আলমকে জানায়।
ঘটনাটি  শুক্রবার সাড়ে তিনটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের সদুখার টেক এর পশ্চিম পাশে স্থানীয় হাফিজ উদ্দিনের মৎস খামারের পাশে ঘটেছে।
জানা যায়, মধ্য বয়সী অজ্ঞাত এক নারী যার পরনে সেলোয়ার-কামিজ ও কালো রঙের বোরকা পরিহিত মরদেহ পরে ছিল বনের ভিতর। এমন খবর পেয়ে আশ পাশের অনেকেই ওই বনের ভিতর গিয়ে দেখতে পায়  মরদেহের পাশে পড়ে রয়েছে অজ্ঞাত ঘাতকদের হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি হ্যান্টগ্লাফস ও একটি চায়না ছুরির কভার। নারীর গলার বেশিভাগ অংশ কাটা রয়েছে। স্থানীয়রা ধারণা  অজ্ঞাত নামা খুনিরা গত (১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার) রাতের কোন এক সময় মধ্য বয়সী ওই নারীকে নির্জন স্থানে এনে গলাকেটে হত্যা করেছে।
স্থানীয় ভিটিপাড়া গ্রামের কলেজ শিক্ষার্থী হেদায়েতুল্লা বলেন, এই জঙ্গলেেএলাকার মানুষের তেমন চলাচল নেই ভেবে খুনিরা ওই জায়গাটিকে বেছে নিয়েছে।  ধারণা করা হচ্ছে দূরের কোথাও থেকে ওই নারীকে তুলে এনে এখানে খুন করা হয়েছে।
বরমী ইউনিয়নের ২নং ওয়ার্ডে গ্রাম পুলিশ মো. তমিজ উদ্দিন বলেন, স্থানীয় আলমের মাধ্যমে খুনের সংবাদ পেয়ে তিনি ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনকে জানালে তিনি পুলিশে খবর দেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর মরগে পাঠান। তিনি আরও জানান, এ হত্যাকান্ডটি  ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দলকে খবর দেয়া হয়েছে।
নিয়মিত আপডেট পেতে শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *