শ্রীপুরে টাকার বিনিময়ে করোনা টিকা দানকালে ,আটক—২
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে টাকার বিনিময়ে করোনার টিকা দেয়ার অভিযোগে স্থানীয় জনতা দুই জনকে আটক করে শনিবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের রঙ্গিলা বাজার এলাকায় ঘটেছে। আটককৃৃতরা হলো, উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের মো.নূরুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০) ও তার সহযোগী পার্শবর্তী কাপাসিয়া উপজেলার রানিগঞ্জ এলাকার আ.রহমানের মেয়ে সুলতানা পারভীন (২০)। ২৬ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় জনতা তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশে সোপর্ করেছে।
জানা যায়, শ্রীপুরে শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৪টি কেন্দ্রে এবং উপজেলা হাসপাতালে গনটিকা কর্মসূচী চলছিলো। ঠিক ওই সময়ে রঙ্গিলা বাজারের শাহজাহানের মার্কেটে টাকার বিনিময়ে করোনার টিকা দেয়া দেয়া হচ্ছে এমন খবরে স্থানীয় লোক জন জাহাঙ্গীর আলম ও পারভীন সুলতানাকে আটক করে।
এ ব্যাপরে জাহাঙ্গীর বলেন, তিনি কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুরের টিকা কেন্দ্র থেকে কয়েকটি টিকার এমপল এনে স্থানীয় কয়েকজনের শরীরে পুশ করেছেন। তাকে টিকা দানে সহায়তা করেছেন টেপির বাড়ি এলাকার ওষুধ ব্যবসায়ী মোশারফ হোসেন ।
এর আগে গেল বৃহসপতিবার উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামেরর মসজিদ মোড় এলাকায় নাছরিন নামের এক নারী টাকার বিনিময়ে টিকা দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই বিষয়ে শ্রীপুর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাসের বক্তব্য নিতে একাধিক বার মোবাইলে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার অফিসার্ ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন জানান, আটক জাহাঙ্গীর প্রাথমিক ভাবে টিকা চুরির দায় স্বীকার করেছে।
গাজীপুরের সিভিল সার্জন ডা.খাইরুজ্জামান বলেন, তিনি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
আব্দুস সালাম রানা
শ্রীপুর,গাজীপুর