শ্রীপুরে ছাত্রলীগ নেতা নয়ন হত্যা কান্ডের চার আসামী গ্রেফতার
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী নয়ন হত্যা কান্ডের এক মাস পর চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১ ফেব্রæয়ারী) রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে ফাহাদ (২৪), কাওরাইদ গ্রামের ভাসানীর ছেলে মো. মানিক মিয়া (২৫), সোনাব গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো.বাচ্চু মিয়া (৩৮) ও কাওরাইদ গ্রামের মৃত সমের আলীর ছেলে বাদল মিয়া (৪৫)।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন গোলাম সারোয়ার জানান, শুক্রবার (১১ফেব্রæয়ারী) রাতে অভিযান পরিচালনা করে নয়ন হত্যাকান্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান বিভিন্ন ভাবে খুনের সঙ্গে তাদের জরিত থাকার অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতারকৃত মো. ফাহাদ স্থানীয় কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলামের ছেলে। গ্রেফতার কৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,১৩ জানুয়ারী রাতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী নয়ন শেখকে পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় নয়নের ভাই রতন মিয়া বাদী হয়ে ১৪ জানুয়ারী রাতে থানায় মামলা করেন। ১৫জানুয়ারী র্যাব-১ হত্যামামলার অন্যতম আসামী বিপ্লবকে গ্রেফতার করে। হত্যা কান্ডের মূল হুতা খাইরুল মীর এখনো অধরা। এক মাস পর শ্রীপুর থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।