শ্রীপুরে অপহরণের পর – গ্রেফতার ২

  1. শ্রীপুরে অপহরণের পর মুক্তিপন দাবী, গ্রেফতার দুই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর সেনানিবাসে কর্র্র্র্র্র্মরত সিএডির ফায়ারম্যান মো: মোঞ্জেল আলীকে (৫৪) অপহরণের পর মুক্তিপণ দাবী করে অপহরণ কারীরা। এঘটনায় বুধবার রাত দশটার দিকে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১।

একই সাথে উদ্ধার করা হয় অপহৃত ফায়ারম্যানকে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর-ফাওগান সড়ক এলাকায়।অপহৃত মো: মোঞ্জেল আলী কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার কমলাপুর গ্রামের মৃত মোছলেম শেখের ছেলে। তিনি স¦পরিবারে রাজেন্দ্রপুর সেনানিবাসে সিএডি’র আবাসিক কলোনীতে খেকে সেনানিবাসের সেন্ট্রাল এমুনেসন ডিপো (সিএডি) তে ফায়ারম্যানের চাকুরী করেন।

গ্রেফতার কৃতরা হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ফাওগান গ্রামের কমল দাসের ছেলে সাগর দাস (৩০) রাজেন্দ্রপুর নোয়াগাঁও গ্রামের নূর মোহাম্মদের ছেলে আ.রাজ্জাক। এঘটনায় ভিকটিমের ছেলে মাহবুবুর রহমান বাদী হয়ে তিন জনের নাম উলেøখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে বৃহসপতিবার দুপুরে শ্রীপুর থানায় মামলা করেন।

মামলা ও ভিকটিম সূত্রে জানা যায়, মোঞ্জেল আলী বুধবার বিকেল পাঁচ টারদিকে ডায়বেটিস জনিত কারণে রাজেন্দ্রপুর-ফাওগান সড়কে হাটতে যান। এক পর্যায়ে সন্ধা ৬ টারদিকে বাসায় ফেরার পথে ওই সড়কের নির্জণ জঙ্গল এলাকায় এলে ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে তাকে টানা হেঁচড়া করে জঙ্গলে নিয়ে যায়। পরে ওই ব্যাক্তরা তাকে মারপিট করে হত্যার ভয় দেখিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ৫০ হাজার পরে ৩০ হাজার টাকা দাবী করে। এসময় অপহরণ কারীরা মোঞ্জেলকে বাসায় তার ছেলের কাছে ফোন করে টাকা আনতে বলে। মোঞ্জেলের ছেলে মাহবুবুর রহমান অপহরনকারীদের দেওয়া গ্রেফতারকৃত সাগর দাসের বিকাশ নম্বরে ৫ হাজার এবং অন্য একটি নম্বরে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা পাঠায়।

এরই মধ্যে মোঞ্জেলের পরিবার অপহরনের ঘটনাটি তার কর্মস্থলে জানান। পরে বিষয়টি র‌্যাপিট এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-১ কে জানানো হয়। র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ.এস.এম মাইদুল ইসলাম নেতৃত্বে রাতেই অপহরনের ঘটনাস্থলের রাজেন্দ্রপুর জঙ্গল এলাকা ঘিরে ফেলা হয়। র‌্যাব-১ এর উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা মোঞ্জেলকে টানা হেচড়া করে বহুদূর নিয়ে ফাঁকা মাঠে ফেলে পালিয়ে যায়।

মোঞ্জেল জানান, ফাঁকা মাঠে তিনি কোন পথ-ঘাট দেখতে না পেয়ে দূরে একটি বাড়ীর আলো দেখে ওই বাড়ীতে গিয়ে উঠেন। ডাক দিলে বাড়ীর মালিক এসে তাকে দেখিয়ে দেয়।  ধরে হাটার এক পর্যায়ে র‌্যাব তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১ এর হাতে গ্রেফতার হওয়া সাগর দাস ও আ: রাজ্জাককে শ্রীপুর থানায়  হস্তান্তর করেন।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় ভিকটিমের ছেলে মাহবুবুর রহমান বাদী হয়ে তিন ব্যক্তিসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আব্দুস সালাম রানা
শ্রীপুর, গাজীপুর
২৮/০১/২০২২
০১৭১২৫৬৯০০৮

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এ-র সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *