শ্রীপুরর ইউপি চয়ারম্যান, মেম্বারদের শপথ অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রদিনিধি:
গাজীপুরর শ্রীপুর উপজলার ৮ টি ইউনিয়ন পরিষদর নবনির্বাচিত চয়ারম্যান, মেম্বারদের ও সংরক্ষিত নারী সদস্যদর শপথ অনুষ্ঠিত হয়ছ। ৭ ফব্রুয়ারী সোমবার সকাল গাজীপুরর জলা প্রশাসকর কার্যালয়র ভাওয়াল সম্মেলন কক্ষ চয়ারম্যানগনর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চয়ারম্যান ও মেম্বারদের শপথবাক্য পাঠ করান গাজীপুরের জলা প্রশাসক আনিসুর রহমান। এসময় উপ¯িত ছিলন, গাজীপুর জলা আওয়ামীলীগর সহ:সভাপতি এ্যাড: আমানত হাসন খান, শ্রীপুর উপজলা পরিষদর চয়ারম্যান এ্যাড: মা: শামসুল আলম প্রধানসহ জলা প্রশাসক কার্যালয়র কর্মকর্তাসহ রাজনতিক দলর নতবদ। শপথ নওয়া নবনির্বাচিত চয়ারম্যানরা হলন- জাহাঙ্গীর আলম খাকন, : সিরাজুল হক মাদবর, আলহাজ্ব আব্দুল বাতন সরকার, এ্যাড: আজিজুল হক আজিজ, : তাফাজ্জল হাসন, সাইদুর রহমান শাহিন, হাসিনা মমতাজ এবং নূরুল হক আকদ।
এদিক একই দিন বিকল তিন টায় শ্রীপুর উপজলা পরিষদ মিলনায়তন ৮ ইউনিয়নর ৭২ ইউপি সদস্য এবং ২৪ সংরক্ষিত নারী সদস্যার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান উপজলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় উপ¯িত ছিলন উপজলা পরিষদর চয়ারম্যান এড. সামছুল আলম প্রধান, ভাইস চয়ারম্যান মাহাতাব উদ্দিন ও মহিলা ভাইস চয়ারম্যান লুৎফুন নাহার মজবা, উপজলা নির্বাচন কর্মকর্তা আল নামানসহ উপজলার বিভিন দপ্তরর কর্মকর্তাগন।
আব্দুস সালাম রানা
শ্রীপুর, গাজীপুর
০৭/২/২২