শ্যামল বরণ মেয়ের রূপচর্চা, রূপচর্চার টিপস জেনে রাখুন

জেনে রাখুন, আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন !

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর ডটকম

আপনারা শ্যামল বরণ নিয়ে হীনমন্যতায় ভোগার কিছু নেই। পোশাকের রঙ নির্বাচনে দ্বিধাগ্রস্ত হওয়ারও দরকার নেই। রূপে রঙে নিজেকে মেলে ধরতে প্রয়োজন শুধু আত্মবিশ্বাস। শ্যামলা ত্বকের সাথে মানানসই রঙ পছন্দ করে পোশাক নির্বাচন ও মেকআপ করলে অন্যদের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় দেখায়। শ্যামলা বর্ণের অধিকারীরা নিজেকে কীভাবে আকর্ষণীয় করে নজর কাড়বেন, জেনে নেওয়া যাক তাহলে – শুরু করা যাক

 

শ্যামলা ত্বকের হালকা রঙের ফাউন্ডেশন লাগানো ঠিক নয়। ত্বকের তুলনায় বেশি হালকা রঙের ফাউন্ডেশন লাগালে সেটা ত্বকের উপর ভেসে থাকবে এবং দেখতে ভালো লাগবে না। তাই ত্বকের রঙের অথবা এক শেড হালকা ফাউন্ডেশন লাগান। সেজন্য বলা হয়, শ্যামলা ত্বকে ফাউন্ডেশন ঠিকমতো ব্লেন্ড করা জরুরি। শুধু মুখে ফাউন্ডেশন না লাগিয়ে গলায় ও ঘাড়েও লাগিয়ে নিন।

 

 

প্যান কেক বাছাই করতে একটু হলুদ শেড দেখে পছন্দ করুন। তাহলে ত্বকের রঙ উজ্জ্বল দেখাবে। নিজের ত্বকের রঙের অথবা ত্বকের থেকে এক শেড হালকা রঙের ফেস পাউডার ব্যবহার করুন। অরেঞ্জ, রোজ কালার অথবা কোরাল রঙের ব্লাশন ব্যবহার করতে পারেন।

 

সবশেষে শ্যামল বরণ ত্বকের যত্নআত্তির কথা বলতে গলে প্রথমেই যেটা বলতে হবে, সেটা হলো তাই প্রতিদিন নিয়ম করে ত্বকের যত্ন নিতে হবে। বাইরে যাওয়ার অন্তত ২০ মিনিট আগে মুখের ত্বকে, হাতে ও পায়ে সানস্ক্রিন লাগিয়ে নিতে ভুলবেন না। সব সময় ছাতা রাখুন ব্যাগে। রোদে বের হলেই ছাতা ব্যবহার করুন। ত্বকে কোনো ভাবেই রোদ লাগানো যাবে না।

?  ( আপডেট খবর পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন শীর্ষ নিউজ টুয়েন্টিফোর ডটকম )

 

কোনো কারণে, ত্বক যদি রোদে পুড়ে যায় তাহলে রোদে পোড়া ভাব দূর করতে বাসায় ফিরে পরিষ্কার পানি দিয়ে মুক ধুয়ে নিন। সম্ভব হলে মুখে, গলায় ও হাতে টমেটোর রস লাগান। শুকিয়ে গেলে আরো একবার লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে এবং রোদে পোড়া ভাব থাকবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *