শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দুর্বৃত্তদের হামলায় জামাই নিহত

শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দুর্বৃত্তদের হামলায় জামাই নিহত।

পীরগাছা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আবু তাহের (৪৩) নামের এক ব্যক্তি।

রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দেউতি এলাকার শ্বশুরবাড়িতে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আবু তাহের একই এলাকার আয়নাল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, আবু তাহেরের শ্বশুর লুৎফর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে রাস্তার পাশের ৩০ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল স্থানীয় খলিলুর রহমান ও নুর মোহাম্মদের। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিনের হস্তক্ষেপে বিষয়টি সমঝোতা করা হয়।

সেই সমঝোতা উপেক্ষা করে রোববার থেকে ফের উত্তেজনা ছড়ায় আবু কালামের লোকজন। একপর্যায়ে মধ্যরাতে লোকজন নিয়ে লুৎফর রহমানের বাড়িতে হামলা চালানো হয়। এসময় দাওয়াতে আসা আবু তাহের দরজা খুলে বের হলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আবু তাহেরের শ্যালক নূর হোসেন জানান, ভগ্নিপতি আবু তাহের দাওয়াত খেতে এসেছিলেন আমাদের বাড়িতে। আমরা গল্প করতে ছিলাম। এমন সময় হঠাৎ রাত আড়াইটার দিকে আমাদের বাড়িঘর ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। এসময় আমার ছেলে ও ভগ্নিপতি বের হলে তাদের ওপর হামলা চালায় তারা। এতে রাতে আবু তাহের গুরুতর আহত হয়ে মারা যায়। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের কিছু ছেলে জড়িত ছিল। আমি এ হত্যার বিচার চাই।

নিহতের ছেলে রাসেল মিয়া জানান, মামার দাওয়াতে রাতে এসেছিলেন বাবা। উনি তো কারো সঙ্গে মারামারি করেননি। ওনাকে বাড়ি থেকে টেনে নিয়ে হত্যা করা হয়েছে। আমি বাবা হত্যার বিচার চাই।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শুনেছি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *